Alexa এটিপি ফাইনালস চ্যাম্পিয়ন সিসিপাস

ঢাকা, বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৮ ১৪২৬,   ১৫ রবিউস সানি ১৪৪১

এটিপি ফাইনালস চ্যাম্পিয়ন সিসিপাস

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:১২ ১৮ নভেম্বর ২০১৯   আপডেট: ১৬:১৩ ১৮ নভেম্বর ২০১৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আগে বিদায় নেয়ায় এটিপি ফাইনালস।শিরোপা জিততে পারলেন না টেনিসের তিন ফেভারিটের কেউ। ডোমিনিক থিয়েমকে ফাইনালে হারিয়ে ১৮ বছরে সবচেয়ে কম বয়সী হিসেবে টুর্নামেন্টের শিরোপা জিতলেন স্তেফানোস সিসিপাস।

শিরোপা ঘরে তুলে ২১ বছর বয়সী গ্রিক ক্যারিয়ারের সবচেয়ে বড় থ্রিলারের জন্ম দিয়েছেন। শেষ সেটে তুমুল লড়াই করে সিসিপাস জয় পেয়েছেন ৬-৭ (৬-৮), ৬-২, ৭-৬ (৭-৪) গেমে। 

২৬ বছর বয়সী থিয়েম অবশ্য ছেড়ে দেয়ার পাত্র ছিলেন না। শুরুর সেট থেকেই সমানে সমান লড়বার চেষ্টা করেছেন। তবে শেষ হাসি হেসেছেন গ্রিক তরুণ।

মৌসুমের তৃতীয় শিরোপা জয়ের পর আপ্লুত হয়ে পড়েন সিসিপাস, ‘এই মুহূর্তে আমার অবস্থা ঠিকমতো প্রকাশ করতে পারবো না। এই বছরে চ্যাম্পিয়ন হওয়াটা সত্যি দারুণ কিছু। স্বপ্নটা সত্যি হয়েছে, ম্যাচটা শেষ হতে এর চেয়ে ভালো কিছু হতে পারে না।’

ডেইলি বাংলাদেশ/আরএস