Alexa এটিএন নিউজের প্রধান উপদেষ্টা সরকার ফিরোজ মারা গেছেন

ঢাকা, শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৮ ১৪২৬,   ২৬ জমাদিউস সানি ১৪৪১

Akash

এটিএন নিউজের প্রধান উপদেষ্টা সরকার ফিরোজ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ১৫:২৬ ২০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৫:২৬ ২০ ডিসেম্বর ২০১৮

ফাইল ফটো

ফাইল ফটো

এটিএন নিউজের প্রধান উপদেষ্টা সরকার ফিরোজ উদ্দিন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

বৃহস্পতিবার সকালে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিকেল ৩টায় এটিএন নিউজের সামনে ও বাদ আসর ধানমণ্ডি ঈদগাহ মসজিদে জানাজা শেষে শাহজাহানপুর কবরস্থানে দাফন করা হবে।

১৯৭১ সালে তিনি তৎকালীন পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্রের (বর্তমান বিটিভি) একজন ঘোষক ছিলেন। সরকার ফিরোজের বয়স তখন ২৪ বা ২৫ বছর। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ টেলিভিশনের ট্রান্সমিশনের দায়িত্ব পালন করেন। এরপর দীর্ঘ ৫০ বছর দেশের টেলিভিশন মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন সরকার ফিরোজ।

তার মৃত্যুতে ডেইলি বাংলাদেশ পরিবার শোকাহত।

ডেইলি বাংলাদেশ/আরএইচ