Alexa এক রাতে ১৭ দোকানে চুরি

ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ১ ১৪২৬,   ১৬ মুহররম ১৪৪১

Akash

এক রাতে ১৭ দোকানে চুরি

নড়াইল প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:১৯ ১২ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইল শহরের একটি শপিং কমপ্লেক্সে এক রাতে ১৭ দোকানে চুরি হয়েছে।

বুধবার রাতে রূপগঞ্জ বাজারের ভূঁইয়া কমপ্লেক্সের দোকানগুলোতে শাটার ভেঙে শাড়ি, জুতা, কসমেটিকস, নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাতে দোকান বন্ধ করে সবাই বাড়ি ফিরে যান। সকালে এসে শাটার ভাঙা ও দোকান এলোমেলো দেখতে পান।

নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, নড়াইল প্রেস ক্লাবের সামনের ওই মার্কেটে শতাধিক দোকান রয়েছে। ঘটনাস্থল পরিদর্শন ও সিসি ক্যামেরার ফুটেজ দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

ডেইলি বাংলাদেশ/এআর