Alexa এক বছরের শিশুকে নির্দয় পিটুনি বাবার, প্রতিবাদের ঝড় (ভিডিও)

ঢাকা, শনিবার   ০৭ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৩ ১৪২৬,   ১০ রবিউস সানি ১৪৪১

এক বছরের শিশুকে নির্দয় পিটুনি বাবার, প্রতিবাদের ঝড় (ভিডিও)

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:২৩ ২২ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এক বছর বয়সী ছোট্ট শিশু সন্তানকে পেটাচ্ছে তারই বাবা। এমন একটি ভিডিও সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন লেবানিজ সেলিব্রেটি নাদিম নিজাম।

ভিডিওটি শেয়ার করার ১৪ ঘণ্টার মধ্যে ১৪ লাখ ভিউ হয়েছে। একই সঙ্গে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঝড় উঠেছে। ওই শিশুর বাবাকে গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন অনেকেই।

ভিডিওতে দেখা যাচ্ছে, ওই শিশুর বাবা তাকে হাঁটা শেখাতে চেষ্টা করছেন। কিন্তু শিশুটি এখনো নিজের পায়ে ভর দিয়ে হাটতে পারছে না।

শিশুটি হাটতে না পারায় বাবা প্রথমে তার মাথায় স্বজোরে থাপ্পড় মারে। পরে তার পিঠে থাপ্পড় মারে। এর পর তার কান ধরে শূণ্যে দাঁড় করায়। এভাবে কয়েক দফা তাকে পেটায়।

লেবানিজ সেলিব্রেটি নাডিম নিজাম লিখেছেন, এই শিশুটিকে রক্ষা করুন। আমি এই কষ্টদায়ক ভিডিও শেয়ার করার জন্য দুঃখিত। মানবতাহীন ও হৃদয়হীন ভিডিও। আমি এই শয়তানটির ফাঁসি দাবি করছি।

তিনি বলেন, আমি সবাইকে অনুরোধ করছি, সবাই এই ঘটনার প্রতিবাদ করুন। সরকারের কাছেও অনুরোধ করছি, শিশুদের রক্ষা করুন। আল্লাহ তোমাকে জাহান্নামে পাঠাবে। তুমি একটা রাস্তার ঈঁদুর।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/এমকে