Alexa এক কামড়েই আস্ত তরমুজ গিলে খেল কুমির! (ভিডিও)

ঢাকা, রোববার   ২২ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৭ ১৪২৬,   ২২ মুহররম ১৪৪১

Akash

এক কামড়েই আস্ত তরমুজ গিলে খেল কুমির! (ভিডিও)

নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:৩৯ ১৬ আগস্ট ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এক কামড়েই আস্ত তরমুজ সাবাড় করে ফেলল এক কুমির।  আস্ত তরমুজটি খোসাসহ খেতে এক কামড় লেগেছে। ঘটনাটি ঘটেছে ফ্লোরিডার অগাস্টিন অ্যালিগেটর ফার্মে। খবর এনডিটিভির।

১৩ ফুট লম্বা দৈত্যাকার কুমিরটির তরমুজ গিলে খাওয়ার এই দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি বৃহস্পতিবার সেন্ট অগাস্টিন অ্যালিগেটর ফার্মের পক্ষে থেকে সামাজিক মাধ্যমে শেয়ার দেয়া হয়। মুহূর্তেই ভিডিওটি সামাজিকমাধ্যমে সাড়া ফেলেছে। ভিডিওটিতে ৩৬ হাজার ২০৮ জন দেখেছেন। ভিডিওটিতে লাইক আর কমেন্ট করেছেন ২০ হাজার মানুষ।

ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি লেকের পাড় থেকে আস্ত তরমুজ ছুড়ে দিল কুমিরের সামনে। কুমিরটি বিশাল হাঁ করে এক কামড়েই নিমেষে তরমুজটি চিবিয়ে সাবাড় করে ফেলল।

অভয়ারণ্যের কর্তৃপক্ষ বলছে, অন্য পশুদের থেকে এমনিতেই কুমিরের চোয়াল বেশি মজবুত হয়। আর এই দৈত্যাকার কুমিরের কাছে তো এই তরমুজ কিছুই না।

ভিডিও দেখে কেউ কেউ মন্তব্য করেছেন, জোর করে আমিষাশীকে নিরামিষ খাওয়ালে যেমন হয়, কুমিরটারও যেন সেই দশা।

একজন লিখেছেন, বুম্বার তরমুজ পেয়ে খুব খুশি। দেখ কেমন হাসছে!


ভিডিও দেখতে এখানে ক্লিক করুন


ডেইলি বাংলাদেশ/জেএইচ