Alexa একাই ৩০ বছর ধরে করছেন তিন সরকারি চাকরি 

ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৫ ১৪২৬,   ২০ মুহররম ১৪৪১

Akash

একাই ৩০ বছর ধরে করছেন তিন সরকারি চাকরি 

নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:২৮ ২৫ আগস্ট ২০১৯   আপডেট: ০২:১০ ২৬ আগস্ট ২০১৯

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যেখানে একটি সরকারি চাকরি জোটানোই সোনার হরিণ পাওয়ার মতো অবস্থা। সেখানে প্রশাসনের চোখে ধুলো দিয়ে তিনটি সরকারি চাকরি করে পার করে দিয়েছেন ৩০ বছর। তাও একই ব্যক্তি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের বিহারে। 

প্রতি মাসে ওই ব্যক্তি তিন জায়গা থেকে বেতনও নিয়েছেন! এমনটা চালিয়ে গেছেন সুরেশ রাম নামে এক ব্যক্তি।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানায়, ১৯৮৮ সালে সুরেশ রাম নামের এই ব্যক্তি প্রথমে বিহারের পাটনায় সরকারি বিল্ডিং কনস্ট্রাকশনে জুনিয়ার ইঞ্জিনিয়ারের কাজে ঢোকেন। সেখানে কাজ করতে করতেই তার হাতে আসে আর একটি চিঠি। ১৯৮৯ সালে পেয়ে গেলেন জল সম্পদ দফতরের চাকরি। আর তার কিছু দিনের মধ্যেই বাঁধ মেরামতির কাজের জন্যও ডাক পেয়ে গেলেন। এই তিন কাজকেই সমানতালে চালিয়ে যাচ্ছিলেন রাম।

তবে এখনো পরিষ্কার নয়, কীভাবে এই তিন চাকরি সামলাতেন তিনি। তবে এই তিন ক্ষেত্রেই তার রীতিমতো প্রোমোশনও হয়েছে। তবে গত মাসেই তার এই কারচুপি ধরা পড়ে যায়। তারপরেই তার বিরুদ্ধে মামলা করা হয়।

ডেইলি বাংলাদেশ/জেএইচ