Alexa একসঙ্গে ঈদ করা হলো না দুই ভাইয়ের

ঢাকা, বৃহস্পতিবার   ২২ আগস্ট ২০১৯,   ভাদ্র ৭ ১৪২৬,   ২০ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

একসঙ্গে ঈদ করা হলো না দুই ভাইয়ের

বগুড়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:০৯ ১১ আগস্ট ২০১৯   আপডেট: ১৪:১৬ ১১ আগস্ট ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

বগুড়ার সারিয়াকান্দিতে স্বজনদের সঙ্গে পবিত্র ঈদ-উল-আজহা পালন করতে আসার পথে কোচের ধাক্কায়  আমিনুল ইসলাম মারা গেছেন।

এ ঘটনায় আহত হয়েছেন তার ছোট ভাই আনোয়ার হোসেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকের কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার ভোরে শেরপুর উপজেলার ধুনট মোড়ে মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, আমিনুল ইসলাম ও আনোয়ার হোসেন সারিয়াকান্দি উপজেলার বেড়েরবাড়ি গ্রামের শাহ আলীর ছেলে। তারা ঢাকায় একটি গার্মেন্টসে কাজ করেন। পরিবারের সঙ্গে ঈদ করতে তারা ঢাকা থেকে কোচে রওনা হন।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে শেরপুরের ধুনট মোড়ে নামেন। তারা বাড়ি যাওয়ার জন্য অটোরিকশায় উঠতে ঢাকা-রংপুর মহাসড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বগুড়াগামী একটি কোচ তাদের ধাক্কায় দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই বড় ভাই আমিনুল ইসলাম মারা যান। আহত ছোট ভাই আনোয়ার হোসেনকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শেরপুর থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।

মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মণ্ডল জানান, আহত আনোয়ার হোসেন ভালো আছেন।

ডেইলি বাংলাদেশ/জেএইচ

Best Electronics
Best Electronics