Alexa একমঞ্চে নুর-শোভন

ঢাকা, রোববার   ০৮ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৪ ১৪২৬,   ১১ রবিউস সানি ১৪৪১

একমঞ্চে নুর-শোভন

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:০৩ ১২ মার্চ ২০১৯   আপডেট: ১৭:১৪ ১২ মার্চ ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্বার্থে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুরের সঙ্গে একাত্ম ঘোষণা করেছেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। তারা একই মঞ্চে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গিকার করেছেন। 

মঙ্গলবার টিএসসির হল রুমে ভিপি নুরকে সমর্থন জানান ছাত্রলীগ সভাপতি শোভন। তিনি বলেন, ভিপি কারো একার নয়, কোনো সংঠনের নয়। নুর সব সাধারণ শিক্ষার্থীদের, তাই সবাইকে নুরের কাজে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে নুরকে ও সব শিক্ষার্থীদের সঙ্গে মিলে কাজ করতে হবে।

শোভন বলেন, আমি নির্বাচিত হতে পারিনি তাতে কি, ভিপি তো পেয়েছি আমরা। ভাইয়ের মতো এক হয়ে কাজ করার প্রতিশ্রুতিও জানান তিনি।

শোভন বলেন, ভিপি নুর হলো আমার ছোট ভাই। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে একসঙ্গে ভাইয়ের মতো চলব। সাধারণ শিক্ষার্থীদের যেকোনো বিষয়ে নুর ও আমি এক হয়ে কাজ করে সমাধান করব।

এ সময় নুর বলেন, শোভন আমার বড় ভাই, ভাই আমাকে সমর্থন করেছে। একসঙ্গে কাজ করব আমরা।

নুর বলেন, সব ধরনের কার্যক্রম, পরীক্ষা ও ক্লাস বর্জন প্রত্যাহার করলাম।

ডেইলি বাংলাদেশ/ইএ/এমআরকে/এসআই