Alexa একটু কম করে নাও, বিস্ফোরক অভিযোগ তাপসীর

ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৬ ১৪২৬,   ২১ মুহররম ১৪৪১

Akash

একটু কম করে নাও, বিস্ফোরক অভিযোগ তাপসীর

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:৫৩ ১৮ আগস্ট ২০১৯  

তাপসী পান্নু

তাপসী পান্নু

বলিউডের অভিনেত্রী তাপসী পান্নু। হিন্দি এবং তামিল ছবিতে অভিনয় করে তিনি এখন পরিচিত মুখ। আর প্রযোজকদের পছন্দের শীর্ষেও রয়েছেন এ অভিনেত্রী। 

এদিকে, বিটাউনে বেতন বৈষম্য নতুন কিছু নয়। সম কাজের জন্য সমান বেতনের দাবি জানিয়ে রীতিমতো প্রযোজকদের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিলেন জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু।

‘টাইমস অফ ইন্ডিয়া’ কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অনেক বেশি প্ররিশ্রম করেও পুরুষ অভিনেতাদের তুলনায় অনেক কম বেতন পান তিনি, যেটা তিনি প্রযোজকদের কাছ থেকে আশা করেন না।

এর আগেও ২০১৫ সালে ‘বেবি’ ও ২০১৭ সালে তার মুক্তিপ্রাপ্ত ছবি ছিলো ‘নাম সাবানা’। এই সব ছবিতে পর্দায় নায়কদের তুলনায় নায়িকাদের কে মুখ্য চরিত্র হিসাবে রাখা হলেও সেই একইভাবে বেতন কম পেয়ে এসেছেন তিনি বা পর্দার আরো অন্যান্য মহিলা অ্যাকট্রেসরা। কোনো ছবিতে কাজ করার পর যেখানে তাকে পারিশ্রমিক দেয়া হয় ৫ লাখ, সেখানে একই ছবির সহ অভিনেতা পান ১ কোটি টাকা! 

তার দাবি, একটা মহিলা কেন্দ্রিক ছবির পুরো বাজেট দেয়া হয় একজন অভিনেতাকে। মহিলা কেন্দ্রিক ছবিতেও তাকে অনুরোধ করা হয়, যাতে তিনি একটু কম টাকা নেন।

কেন এমন হবে? এই বিষয় নিয়ে বলিউডের কেউ সেভাবে মুখ না খুললেও, তাপসী যে এবার বেশ চটেছেন বেতন নিয়ে তা ভালোই আন্দাজ করা যাছে।

ডেইলি বাংলাদেশ/টিএএস