Alexa একই হাসপাতালের ৯ নার্সের এক সঙ্গে সন্তান প্রসব

ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ২ ১৪২৬,   ১৭ মুহররম ১৪৪১

Akash

একই হাসপাতালের ৯ নার্সের এক সঙ্গে সন্তান প্রসব

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:৫০ ২০ আগস্ট ২০১৯   আপডেট: ১০:৫৮ ২০ আগস্ট ২০১৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

একই হাসপাতালে চাকরিরত ৯ জন নার্স এক সঙ্গে সন্তান প্রসব করছেন!এর মাধ্যমে বিরল ঘটনার সাক্ষী হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওরেগন রাজ্যের পোর্টল্যান্ডের মাইনে মেডিকেল সেন্টার। এই মেডিকেল সেন্টারে লেবার ইউনিটে কর্মরত ৯ জন নার্স একই সময়ে গর্ভবতী হয়েছিলেন। 

গর্ভবতী হওয়ার খবর মার্চ মাসে জানিয়েছিলেন ওই হাসপাতাল কর্তৃপক্ষ। সেই নার্সদের সকলেরই সন্তানসহ  ছবি সম্প্রতি প্রকাশ করেছেন ওই হাসপাতাল কর্তৃপক্ষ। 

জানা গেছে, এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে বিভিন্ন সময়ে ওই শিশুগুলো জন্ম নিয়েছে। সব ক’টি শিশুর জন্মের পর ওই ৯ জন নার্স তাদের সন্তানদের কোলে নিয়ে ছবি তুলেছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ভাইরাল হতে বেশি সময় নেয়নি।

সদ্য মা হওয়া ওই নার্সদের একজন লুনি সুসি বলেছেন, গর্ভাবস্থা থেকেই আমরা একে অপরের খেয়াল রাখতাম। কম বেশি একই সময়ে মা হয়ে আমরা দারুণ অনুভূতির সাক্ষী রইলাম।

ডেইলি বাংলাদেশ/এমএস