Alexa একইসঙ্গে ছয় নাটকে...

ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ২ ১৪২৬,   ১৭ মুহররম ১৪৪১

Akash

একইসঙ্গে ছয় নাটকে...

 প্রকাশিত: ১০:০৬ ১ সেপ্টেম্বর ২০১৮   আপডেট: ১১:২২ ১ সেপ্টেম্বর ২০১৮

অভিনেত্রী শারমিন জোহা শশী

অভিনেত্রী শারমিন জোহা শশী

অভিনেত্রী শারমিন জোহা শশী। দীর্ঘদিন ধরে মিডিয়ায় তার পথচলা। নাটক, বিজ্ঞাপনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই অভিনেত্রী। চলচ্চিত্রে ‘হাজার বছর ধরে’তে অভিনয় করে বেশ জনপ্রিয়তাও পান তিনি।

এদিকে এ মুহূর্তে শশী ব্যস্ত নাটকেই। খণ্ড ও ধারাবাহিক দুই ধরণের নাটকেই কাজ করছেন তিনি। তবে বছরের বেশি সময় টিভি ধারাবাহিক নিয়ে ব্যস্ত থাকেন এই নায়িকা। 

মিডিয়ার কাজ নিয়ে নতুন একটি তথ্যও দিলেন এই অভিনেত্রী। বললেন, বর্তমানে একইসঙ্গে ছয়টি ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। তা হলো এস এম শাহীনের ‘সোনাভান’ দেবাশীষ বড়ুয়া দ্বীপের ‘ভালোবাসা প্রেম নয়’, সালাহউদ্দিনের ‘মায়া মসনদ’, রুলিন রহমানের ‘ভালোবাসা কারে কয়’ ও শাহীন সরকারের ‘জ্ঞানী গঞ্জের পণ্ডিতেরা’ এবং ‘দুলাভাই জিন্দাবাদ’। 

এই নিয়ে শশীর ভাষ্য, ছোট পর্দায় নিয়মিত অভিনয় করছি। তবে ভালো ভালো কাজই আমি বরাবরই করি। সেই কারণে আমাকে অনেক ভেবে-চিন্তে কাজ করতে হয়। গল্প ও চরিত্র ভালোভাবে বুঝে যেকোনো নাটকে অভিনয় করার সিদ্ধান্ত নিই।  

ডেইলি বাংলাদেশ/জেডআই