Alexa ঋণখেলাপি: আফরোজা আব্বাসের মনোনয়ন বাতিল

ঢাকা, শুক্রবার   ২৩ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

ঋণখেলাপি: আফরোজা আব্বাসের মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ১৮:১০ ২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৪:২১ ৬ মার্চ ২০১৯

আফরোজা আব্বাস (ফাইল ফটো)

আফরোজা আব্বাস (ফাইল ফটো)

ঋণখেলাপির অভিযোগে ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা আব্বাসের মনোনয়ন বাতিল করেছে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা। 
রোববার দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রীর মনোনয়ন প্রথমে স্থগিত করা হয়। 

রোববার রিটার্নিং অফিসার ঢাকা বিভাগীয় কমিশনার কেএম আলী আজম প্রার্থিতা যাচাই-বাছাইয়ের সময় বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে আফরোজা আব্বাসকে ঋণখেলাপি হিসেবে অবহিত করেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও অগ্রণী ব্যাংকে তিনি ঋণ খেলাপি। এছাড়া ঢাকা টেলিফোনেও তিনি দায়বদ্ধ। ডাচ বাংলা ব্যাংকেও গ্যারান্টর হিসেবে তিনি ঋণ ফেলাপি।

এসময় উচ্চ আদালতের আদেশে এসব অভিযোগ স্থগিত রয়েছে বলে জানান মির্জা আব্বাস। পরে রিটার্নিং অফিসার তাকে দুই ঘণ্টার মধ্যে বাংলাদেশ ব্যাংক থেকে লিখিত নিয়ে আসতে সময় দেন। মির্জা আব্বাস দুই ঘণ্টার মধ্যে তা আনতে না পারায় আফরোজা আব্বাসের মনোনয়নপত্র বাতিল করা হয়।

এদিকে ঢাকা-১৪ আসনে ১৩ জনের মধ্যে ৮ জন বৈধ হয়েছেন। এস এ খালেকের ছেলে সৈয়দ আবু বক্কর সিদ্দিকসহ ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ওই আসনে বিএনপির তরুণ প্রার্থী ফুটবলার আমিনুল হকসহ আরও একজনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এস

Best Electronics
Best Electronics