Alexa ঊর্মিলার‘সেই চোখ’!

ঢাকা, রোববার   ২৬ জানুয়ারি ২০২০,   মাঘ ১২ ১৪২৬,   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

ঊর্মিলার‘সেই চোখ’!

 প্রকাশিত: ১৪:০৫ ২০ জুলাই ২০১৮   আপডেট: ১৪:০৫ ২০ জুলাই ২০১৮

ঊর্মিলা শ্রাবন্তী কর

ঊর্মিলা শ্রাবন্তী কর

ঊর্মিলা শ্রাবন্তী কর। ঈদের পর থেকে অভিনয়ে নিয়মিত দেখা যাচ্ছে তাকে।  এবার তিনি কাজ করেছেন ‘সেই চোখ’ শিরোনামের একটি টেলিছবিতে। এতে তার বিপরিতে আছেন খন্দকার ইসমাইল। নাটকটিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করেছেন তিনি (খন্দকার ইসমাইল)।

নাটকটি প্রসঙ্গে ঊর্মিলা বলেন, ‘সেই চোখ’ টেলিছবিতে অভিনয় করে বেশ ভালো লেগেছে। কারণ দর্শক এটিতে বর্তমান সময়ের কিছু দৃশ্যপট দেখতে পাবেন।

অপরদিকে এই প্রসঙ্গে খন্দকার ইসমাইলের ভাষ্য, গতানুগতিক কোনো গল্পের নাটক নয় এটি, এর গল্প ও চরিত্র সব কিছুতে নতুনত্ব রয়েছে।

এদিকে, খন্দকার ইসমাইল একজন নিয়মিত উপস্থাপক। তিনি এটিএন বাংলার নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান ‘স্মাইল শো’, ‘ঈদের বাজনা বাজেরে’ এই দুটি প্রোগ্রামের উপস্থাপনা করছেন। মাঝে মাঝে শখের বশে অভিনয়ে ফিরেন তিনি।

এদিকে গত মে মাসে ‘হৃদয়ের টান’ শিরোনামের একটি নাটকের মধ্য দিয়ে অভিনয়ে ফেরেন তিনি। এরপর এবার অভিনয় করলেন ‘সেই চোখ’ টেলিছবিতে।

তাছাড়া নাটকটির চিত্রগ্রাহক ও আলোক নির্দেশনায় ছিলেন আনোয়ার হোসেন বুলু।

এদিকে, ঊর্মিলা সম্প্রতি একটি সিরিজের কাজ শেষ করছেন। এটি পরিচালনা করছেন জনপ্রিয় নাট্য নির্মাতা এজাজ মুন্না। নাম ‘সাভালোভা’।

ডেইলি বাংলাদেশ/জেডআই