Alexa উবারে চড়ে গণভবনে কোটার ভিপি নূর

ঢাকা, মঙ্গলবার   ১৬ জুলাই ২০১৯,   শ্রাবণ ২ ১৪২৬,   ১৩ জ্বিলকদ ১৪৪০

উবারে চড়ে গণভবনে কোটার ভিপি নূর

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:৪৯ ১৬ মার্চ ২০১৯  

ডেইলি বাংলাদেশ

ডেইলি বাংলাদেশ

সরকারি বিশেষ গাড়ীতে নয়, অনলাইনে ভাড়ায় চালিত উবারের কারে চড়ে গণভবনে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) ও কোটা আন্দোলন নেতা নুরুল হক নূর। তার সঙ্গে ছিলেন ঢাবি ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে অনশনকারী ও ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন। 

শনিবার দুপুরে নুরুল হক নূর ও আখতার হোসেন ছাত্রলীগের গাড়িতে করে না গিয়ে, ভাড়ায় চালিত আলাদা কারে গণভবনে প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াতে অংশ নিতে যান। এসময় গাড়িটিকে সরকারের তরফ থেকে পাঠানো বিশেষ কার মনে করে ভুল করেন কোটা আন্দোলনের নেতারা।

এ ব্যাপারে আব্দুল্লাহ আবু সায়েদ জানান,  নুরুল হক নূর ও  আখতার হোসেন উবারের ভাড়া করা কারে গণভবনে গেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গাড়ির নম্বর প্লেটের ছবি পোস্ট করে লিখেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়ি নয়, ২১০ টাকা ভাড়া দিয়ে উবারে চড়ে গণভবনে গিয়েছেন ডাকসুর ভিপি নুরুল হক নূর।

ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর উবারের গাড়িতে গণভবনে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খাঁন।

ডেইলি বাংলাদেশ/ইএ/এলকে