Alexa কোটা বহালের দাবিতে নড়াইলে মানববন্ধন

ঢাকা, মঙ্গলবার   ১৬ জুলাই ২০১৯,   শ্রাবণ ২ ১৪২৬,   ১৩ জ্বিলকদ ১৪৪০

কোটা বহালের দাবিতে নড়াইলে মানববন্ধন

 প্রকাশিত: ১৪:০৭ ৭ অক্টোবর ২০১৮   আপডেট: ১৪:০৯ ৭ অক্টোবর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার  সন্তান, নাতি-নাতনীদের কোটা পুর্নঃবহালের দাবিতে নড়াইলে মানববন্ধন  অনুষ্ঠিত হয়েছে। পরে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর  স্মারকলিপি  স্মারকলিপি  প্রদান করা  হয়েছে। 

রোববার সকালে নড়াইল আদালত সড়কে  নড়াইল জেলার সকল মুক্তিযোদ্ধাদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ, শরীফ হুমায়ুন কবির, অ্যাডভোকেট  এসএ মতিন, অ্যাডভোকেট সিদ্দিক আহম্মেদ, সাইফুর রহমান হিলু, বাকী বিল্লাহ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোঃ আলমগীর হোসেন সিদ্দিকী, সাবেক সভাপতি এনামুল কবির টুকু প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছেন। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন দেশে আজ  মুক্তিযোদ্ধাদের অবহেলা করা হচ্ছে। অবিলম্বে মুক্তিযোদ্ধার  সন্তান, নাতি-নাতনীদের সরকারি চাকরিতে কোটা বহালের দাবি জানানো হয়। 

মানববন্ধন শেষে ডিসি মোঃ এমদাদুল হক চৌধুরীর  মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি  স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

ডেইলি বাংলাদেশ/জেডএম