Alexa ‘উধাও’ দঙ্গল কন্যা জায়রা ওয়াসিম

ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ২ ১৪২৬,   ১৭ মুহররম ১৪৪১

Akash

‘উধাও’ দঙ্গল কন্যা জায়রা ওয়াসিম

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:৪২ ২১ আগস্ট ২০১৯   আপডেট: ১৩:৪৬ ২১ আগস্ট ২০১৯

জায়রা ওয়াসিম

জায়রা ওয়াসিম

অভিনেত্রী জায়রা ওয়াসিম। ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করে তিনি ‘দঙ্গল কন্যা’ নামেও পরিচিত ছিলেন। কিন্তু সম্প্রতি অভিনয় জগৎ থেকে বিদায় নিয়েছে জায়রা, নিজের ধর্ম রক্ষার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান অভিনেত্রী। 

এদিকে, খুব শীঘ্রই মুক্তি পাবে তার অভিনীত শেষ ছবি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। এ প্রসঙ্গে ছবির পরিচালক জায়রা’র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনভাবেই খোঁজ পাননি তার।

জায়রা’র অভিনয় জগৎ ছাড়া নিয়ে অনেক তারকা তার বিরুদ্ধে মন্তব্য করলেও পাশে ছিলেন সোনালী বোস। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জায়রা ওয়াসিম এর সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, জায়রা আমার মেয়ের মতো। তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। গত এক বছরে জায়রা ও তার পরিবারের সঙ্গে খুব সুন্দর সময় কাটিয়েছি।

ডেইলি বাংলাদেশ/টিএএস