Alexa উদযাপিত হলো গ্রিসের ঐতিহাসিক ‘না দিবস’

ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

উদযাপিত হলো গ্রিসের ঐতিহাসিক ‘না দিবস’

ইতালি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:৫৭ ২৮ অক্টোবর ২০১৯   আপডেট: ২২:০৯ ২৮ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

গ্রিসে পালিত হলো ঐতিহাসিক ‘না দিবস’। দেশটির ইতিহাসে এটি একটি জাতীয় দিবস ও সরকারি ছুটির দিন। 

গ্রিস, সাইপ্রাসসহ বিশ্বের সমগ্র গ্রীক জাতি মহাসমারোহে জাতীয় পতাকা উত্তোলন ও প্যারেডের মাধ্যমে ১৯৪০ সালের এ দিনকে (২৮ অক্টোবর) শ্রদ্ধাভরে স্মরণ করে। তখন গ্রীক একনায়ক ইয়ানিস মেতাক্সাসের শাসনামল ছিল। আর ইতালির একনায়ক ছিল হিটলারের শীষ্য বেনিতো মুসোলিনী ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাক্কালে গ্রিসে নিযুক্ত ইতালিয়ান রাষ্ট্রদূত ইমানুয়েল গ্রাজি গ্রিসস্থ জার্মান দূতাবাসে ২৮ অক্টোবর ভোর তিনটায় এক বৈঠক শেষ করে ইয়ানিস মেতাক্সাসকে গ্রিসের কিছু অঞ্চল তাদের জন্য ছেড়ে দিতে হুমকি দেন। এসময় গর্জে উঠে গ্রীক মেতাক্সাসের নেতৃত্বে সবাই বলে ওঠেছিল ‘ওক্সি'। মানে তোমাদের দখল করতে দেয়া হবে না। সেদিন থেকে দিনটি পালন করা হয়।

পরে মুসোলিনী বাহিনী আলবেনিয়ায় অবস্থান নিয়ে হামলা চালায় গ্রিসে। পিন্দুস পর্বতে গ্রীক সৈন্যরা ঝাঁপিয়ে পড়লে মুসোলিনী বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়।

ডেইলি বাংলাদেশ/এমআরকে/এস