Alexa উত্তর মেসিডোনিয়ায় এক বাংলাদেশি নিহত

ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ১ ১৪২৬,   ১৬ মুহররম ১৪৪১

Akash

উত্তর মেসিডোনিয়ায় এক বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৭:৫৫ ২৬ আগস্ট ২০১৯   আপডেট: ০৮:০০ ২৬ আগস্ট ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

ইউরোপের দেশ উত্তর মেসিডোনিয়ায় সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি অভিবাসী (২০) নিহত হয়েছেন। তার নাম-পরিচয় জানা যায়নি।

এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো ১২ অভিবাসী। আহতদের মধ্যে দু’জন বাংলাদেশি রয়েছেন। খবর- নিউইয়র্ক পোস্ট।

এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গেল শুক্রবার রাতে ডেমির কাপিজা শহরের কাছের একটি মহাসড়কে অভিবাসী বোঝাই একটি ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাংলাদেশি ওই অভিবাসী প্রাণ হারান। 

জানা গেছে, ভ্যানটিতে থাকা ১৩ অভিবাসীর মধ্যে ১০ পাকিস্তানি ও তিনজন বাংলাদেশি নাগরিক ছিলেন। আহত ১২ জনের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ১৩ অভিবাসী গ্রিস থেকে অবৈধভাবে মেসিডোনিয়ায় প্রবেশ করেন। সার্বিয়া হয়ে ইউরোপে যাওয়াই হয়তো তাদের উদ্দেশ্য ছিলো।

ডেইলি বাংলাদেশ/জেডআর