Alexa উত্তরায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ২ ১৪২৬,   ১৭ মুহররম ১৪৪১

Akash

উত্তরায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ

 প্রকাশিত: ১৩:৪৫ ৩০ আগস্ট ২০১৮   আপডেট: ১৩:৪৫ ৩০ আগস্ট ২০১৮

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন গার্মেন্টস শ্রমিকরা সড়কে নেমে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করতে থাকেন।

জানা গেছে, গত ২০ আগস্ট বেতন-বোনাসের দাবিতে দক্ষিণখানের আটিপাড়া অবস্থিত টপ জিন্স ফ্যাক্টরির শ্রমিকরা আন্দোলন শুরু করেন। সেই সময় অন্যায়ভাবে ২৮ শ্রমিককে চাকরিচ্যুত করা হয় এবং বহিরাগত সন্ত্রাসী দিয়ে শ্রমিকদের মারধর করা হয়। এতে গুরুতর আহত হন ওই টপ জিনসের আয়রনম্যান মফিজুল। এ নিয়ে আজ সকালে তারা বিভিন্ন দাবিতে ফ্যাক্টরির সামনে জড়ো হলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। 

এ সময় তাদের সঙ্গে যুক্ত হয় উত্তরা এবং তার আশপাশের আরও বিভিন্ন গার্মেন্টসের শ্রমিকরা। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ