Alexa উগান্ডায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু

ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২০,   মাঘ ১০ ১৪২৬,   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

উগান্ডায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক     ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:০৮ ৯ ডিসেম্বর ২০১৯   আপডেট: ১৫:০৬ ৯ ডিসেম্বর ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। রোববার এক টুইট বার্তায় মানবাধিকার সংস্থা রেডক্রস এ তথ্য জানিয়েছে।

রেড ক্রস জানায়, দেশটির পশ্চিমাঞ্চলের বুন্দিবুগিও পাহাড়ে কোকোয়া গাছের নিচে বেশ কয়েকজনের মরদেহ চাপা পড়েছে। তাদের উদ্ধারে কাজ করা হচ্ছে।

কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে বুন্দিবুগিও জেলা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিল, চলতি মাস জুড়েই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরই মধ্যে দেশটির বিভিন্ন নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে।

ডেইলি বাংলাদেশ/জেডআর/টিআরএইচ