উখিয়ায় ৫০ দোকান পুড়ে ছাই
প্রকাশিত: ১০:২১ ২২ জানুয়ারি ২০২০ আপডেট: ১২:০২ ২৮ ফেব্রুয়ারি ২০২০

ফাইল ছবি
কক্সবাজারের উখিয়ায় আগুনে প্রায় ৫০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাতে উপজেলার হলদিয়া পালং ইউপির মরিচ্যা পাতাবাড়ি বাজারে এ আগুনের ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসকর্মীরা স্থানীয়দের সহায়তায় প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করছেন।
হলদিয়া পালং ইউপি পাতাবাড়ি এলাকার সদস্য মোহাম্মদ বাদশা জানান, মরিচ্যা পাতাবাড়ি বাজারে পূর্ব-পশ্চিম, উত্তর-দক্ষিণ মিলে প্রায় দুই শতাধিক দোকান রয়েছে।
স্থানীয়রা জানায়, আগুনের ঘটনায় প্রায় ৫০টির মতো দোকান পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের সময় সিলিন্ডার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।
উখিয়া থানার ওসি আবুল মনসুর জানান, আগুনে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ডেইলি বাংলাদেশ/জেডআর/টিআরএইচ/আরআর