Alexa উখিয়ায় এনজিও কর্মী হত্যায় আটক ১

ঢাকা, সোমবার   ২১ অক্টোবর ২০১৯,   কার্তিক ৫ ১৪২৬,   ২১ সফর ১৪৪১

Akash

উখিয়ায় এনজিও কর্মী হত্যায় আটক ১

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৩:২১ ২১ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৩:২২ ২১ সেপ্টেম্বর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় এনজিও কর্মী মাজহারুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত একজনকে আটক করেছে পুলিশ।

আটক মো. আলাউদ্দিন ওই উপজেলার জালিয়াপালংয়ের মো. জাফর আলমের ছেলে। শুক্রবার সন্ধ্যায় জালিয়াপালংয়ের সোনাইছড়ি থেকে তাকে আটক করা হয়েছে।

উখিয়া থানার ওসি (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জানান, বৃহস্পতিবার রাতে হলদিয়াপালং ইউপির পশ্চিম মরিচ্যা গুরাইয়ারদ্বীপ সড়কের চৌরাস্তায় এনজিও কর্মী মাজহারুল ইসলামকে ছুরিকাঘাৎ করে পালিয়ে যান আলাউদ্দিন। স্থানীয়রা মাজহারুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত মাজহারুল ইসলাম দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের আবদুস সাত্তারের ছেলে। তিনি ২০১২ সাল থেকে ব্রাক এনজিও’র হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড- এ কর্মরত ছিলেন। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এআর