Alexa উখিয়ায় এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

ঢাকা, মঙ্গলবার   ২২ অক্টোবর ২০১৯,   কার্তিক ৭ ১৪২৬,   ২৩ সফর ১৪৪১

Akash

উখিয়ায় এনজিও কর্মীর মরদেহ উদ্ধার

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৩:৩৯ ২০ সেপ্টেম্বর ২০১৯   আপডেট: ০৯:৪৯ ২০ সেপ্টেম্বর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ায় মাজহারুল ইসলাম নামে এক এনজিও কর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার পশ্চিম মরিচ্যা গুরাইয়ারদ্বীপ সড়কের চৌরাস্তার মাথা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মাজহারুল রংপুরের পীরগঞ্জ উপজেলার কলোনির হাটের বাসিন্দা। তার কাছ থেকে ব্র্যাক এনজিও সংস্থার কিছু কাগজপত্র পাওয়া গেছে।

উখিয়া থানার ওসি মো. আবুল মনসুর জানান, স্থানীয়রা একজনকে পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আবুল মনসুর আরো জানান, নিহতের কাছে পাওয়া আইডি কার্ড থেকে পরিচয় শনাক্ত করা হয়। তবে কি কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।

ডেইলি বাংলাদেশ/এমআর