Alexa উইম্বলডনেও ম্যাচ ফিক্সিং!

ঢাকা, সোমবার   ১৬ ডিসেম্বর ২০১৯,   পৌষ ১ ১৪২৬,   ১৮ রবিউস সানি ১৪৪১

উইম্বলডনেও ম্যাচ ফিক্সিং!

 প্রকাশিত: ১৯:০৮ ২১ জুলাই ২০১৭  

ইতোমধ্যেই উইম্বলডনের নয়া রাণী মুগুরজা ও পুরোনো রাজা ফেদেরারকে নতুনভাবে দেখেছে পুরো বিশ্ব। সে খবর পুরোনো হয়ে গেছে। এই মুহূর্তে নতুন করে উইম্বলডনের খবর হলো তিন ম্যাচের ফিক্সিংয়ের অভিযোগে তদন্ত করবে টেনিস ইনটিগ্রিটি ইউনিট। টেনিস ইনটিগ্রিটি ইউনিট তথা টিআইইউ আন্তর্জাতিক টেনিসের উপর সব সময় দেখাশুনা করে থাকে। উইম্বলডন চলাকালীন সময়ে দুটি বাছাইপর্বের ম্যাচ ও একটি ড্রয়ের ম্যাচে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনা হয়েছে। তবে কোন ম্যাচগুলোতে এইসব অভিযোগ আনা হয়েছে তা এখনও জানা যায়নি। ম্যাচগুলো নিয়ে ইতোমধ্যেই টিআইইউ-র ওয়েবসাইটে এই প্রশ্ন তোলা হয়েছে। যারা বিভিন্ন ম্যাচের ঘটনাপ্রবাহ পরীক্ষা করার পর খতিয়ে দেখে, সেই ম্যাচে কোনও অসদুপায় অবলম্বন করা হয়েছে কি না। এর সঙ্গে বাজি ধরার ধরনও পরীক্ষা করা হয়। যখনই দেখা যায় অস্বাভাবিক ভাবে কোনও খেলোয়াড়ের ওপর বাজি ধরা হয়েছে, তখনই সেই ম্যাচ নিয়ে তদন্ত শুরু করে এই সংস্থা। তবে শুধু উইম্বলডনই নয়, অভিযোগ উঠেছে ফরাসি ওপেন নিয়েও। ফরাসি ওপেনের একটি ম্যাচেও নাকি এমন অস্বাভাবিক বৈশিষ্ট খুঁজে পাওয়া গিয়েছে। সেই ম্যাচ নিয়েও তদন্ত চলছে। এই বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৮৩টি এমন সন্দেহজনক বৈশিষ্ট্যের খবর তাদের কাছে এসেছে বলে টিআইইউ-এর খবর। ডেইলি বাংলাদেশ/এসআই