Alexa উইকেট নয় এবার মোস্তাফিজের শিকার ১২ কেজির মাছ

ঢাকা, মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৪ ১৪২৬,   ২১ রবিউল আউয়াল ১৪৪১

Akash

উইকেট নয় এবার মোস্তাফিজের শিকার ১২ কেজির মাছ

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০২:৩০ ২ অক্টোবর ২০১৯   আপডেট: ০৭:৫৮ ২ অক্টোবর ২০১৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কাটারমাস্টার খ্যাত মোস্তাফিজুর রহমান যে কেবল প্রতিপক্ষ ব্যাটসম্যানদের শিকার করেন তাই শুধু নয়, এবার যুক্ত হলো বড় বড় মাছও। 

কিছুদিন পর শুরু হবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। আর এ অবসর সময়টাতে মঙ্গলবার সাতক্ষীরায় নিজ গ্রামে বন্ধুর বাড়ির এক পুকুরে বড়শি দিয়ে মাছ ধরেন এই টাইগার বোলার। 

এ সময় একে একে মোস্তাফিজের বড়শিতে ধরা পড়ে বড় বড় সাইজের পাঙ্গাশ মাছ। এরমধ্যে একটির ওজন ছিল প্রায় ১২ কেজি। আর বাকিগুলোর প্রতিটি ছিল ৮ থেকে ৯ কেজি ওজনের। এছাড়াও প্রায় ৫ কেজি ওজনের একটি রুই মাছও ধরা পড়ে তার বড়শিতে। 

এদিকে মোস্তাফিজের মাছ ধরার এ খবরে তার ওই বন্ধুর বাড়িতে হুমড়ি খেয়ে পড়ে শত শত মানুষ। ক্রমাগত মানুষের ভিড় বাড়তে থাকলে এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হয় তার বন্ধুরা। শেষ পর্যন্ত তারা তালা থানার পুলিশের হস্তক্ষেপ করতে বাধ্য হন। পরে পুলিশের হস্তক্ষেপে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই মাছধরা শেষ করেন মোস্তাফিজ।

পরে কাটারমাস্টার বন্ধুর বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন। সেখানে গ্রামবাসী ও ভক্তদের সঙ্গে ছবি তোলা এবং আড্ডা দিয়ে দীর্ঘ সময় কাটান জাতীয় ক্রিকেট দলের জনপ্রিয় এই ক্রিকেটার।

ডেইলি বাংলাদেশ/আরএইচ