Alexa ঈশ্বরদীতে ঠান্ডা-কাশি রোগীর সংখ্যা বেড়েই চলেছে

ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৮ ১৪২৬,   ২৩ মুহররম ১৪৪১

Akash

ঈশ্বরদীতে ঠান্ডা-কাশি রোগীর সংখ্যা বেড়েই চলেছে

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

 প্রকাশিত: ১৭:১৯ ১৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৭:১৯ ১৯ ডিসেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে আবহাওয়া পরিবর্তনের কারণে ঠান্ডা-কাশি রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলেছে। শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ এখন এই রোগে ভুগছে। জোড়ালো ভাবে শীত না পড়ায় অনেক সময় ঠান্ডা নিবারণের কাপড় সঙ্গে না থাকায় শরীরে ঠান্ডা লেগে যায়। আর ঠান্ডা লাগায় রোগীদের ডাক্তারের শরনাপন্ন হতে হচ্ছে। 

বুধবার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরেজমিন গিয়ে দেখা গেছে ঠান্ডা-কাশি রোগীর সংখ্যা শিশু ও বৃদ্ধরাই সবচেয়ে বেশি। 

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম শামীম বলেন, অনেকেই শীতবস্ত্র ব্যবহার করছে না। শীতবস্ত্র ব্যবহার না করায় বুকে ঠান্ডা লেগে যাচ্ছে। এতে শর্দি-কাশির রোগীর সংখ্যা বেড়েই চলছে। এছাড়া দিনে গরম এবং রাতে শীত পড়ায় ঠান্ডা-কাশি হচ্ছে। বিকেলে বাড়ি থেকে বের হলে শীতের কাপড় নিয়ে বের হতে হবে। 

ডেইলি বাংলাদেশ/জেডএম