Exim Bank
ঢাকা, মঙ্গলবার ১৯ জুন, ২০১৮
Advertisement

ঈদ শনিবার

 নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:০৫, ১১ জুন ২০১৮

আপডেট: ০৭:৫৪, ১২ জুন ২০১৮

৫৭০৫ বার পঠিত

ফাইল ছবি

ফাইল ছবি

‘রমজানের ওই রোজার শেষে এল খুশির ঈদ’-এই সুর লহরী এখন ভেসে বেড়াচ্ছে আকাশ বাতাস মন্দ্রিত করে। মনপ্রাণ ভরে উঠছে ঈদের আনন্দ রোশনাইয়ে। রমজানের রোজার শেষে খুশির সওগাত নিয়ে আসছে ঈদুল ফিতর।

শুক্রবার শাওয়ালের চাঁদ দেখা গেলে শনিবার সারাদেশে যথাযোগ্য ধর্মীয় ভাব-গাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

বাংলাদেশে শাওয়াল মাসের নতুন চাঁদ শুক্রবার দেখা যাওয়ার সম্ভাবনার কথা নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখার উপ-পরিচালক মো. আবদুর রহমান।

ইসলামি নিয়ম অনুযায়ী শুক্রবার চাঁদ দেখা গেলে পরদিন শনিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। ওই দিন থেকেই আরবি ১৪৩৮ হিজরির শাওয়াল মাসের গণনা শুরু হবে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার মধ্যরাত ০১ টা ৪৩ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। এটিই হবে ১৪৩৯ হিজরী সনের শাওয়াল মাসের নতুন চাঁদ।

ওই দিন সূর্যাস্তের সময় সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট চাঁদের বয়স হবে ১৭ ঘণ্টা ৪ মিনিট এবং সান্ধ্যকালীন গোধূলী শেষ হওয়ার ৯ দশমিক ৬ মিনিট পরে চন্দ্রাস্ত ঘটবে।

ফলে ওইদিন বাংলাদেশে চাঁদ দেখা যাবে না। পরদিন শুক্রবার সূর্যাস্তের সময় সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে চাঁদের বয়স হবে ৪১ ঘণ্টা ৪ মিনিট এবং সান্ধ্যকালীন গোধূলী শেষ হওয়ার ১ ঘণ্টা ১২ মিনিট পর চন্দ্রাস্ত ঘটবে। ওইদিন সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দ্বিতীয়া শেষ হয়ে তৃতীয়া শুরু হবে।

সুতরাং ওইদিন বাংলাদেশের আকাশ মেঘমুক্ত থাকলে নিশ্চিত পশ্চিমাকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে।

শুক্রবার চাঁদ দেখার নির্ধারিত সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিট হতে ৭টা ৫০ মিনিট পর্যন্ত বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ডেইলি বাংলাদেশ/এসআর

সর্বাধিক পঠিত