Alexa ঈদে পোড়ামন ২ , মুক্তিতে আর বাধা নেই ছবিটির

ঢাকা, শুক্রবার   ২৩ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

ঈদে ‘পোড়ামন ২’, মুক্তিতে আর বাধা নেই ছবিটির

 প্রকাশিত: ১০:৪৩ ৭ জুন ২০১৮   আপডেট: ২০:৩৯ ৭ জুন ২০১৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ঈদ মুক্তির অপেক্ষায় থাকা ‘পোড়ামন ২’। রায়হান রাফি পরিচালিত এই ছবিটি বুধবার দুপুরে সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। এর পর বিনা কর্তনে সেন্সর ছাড়পত্র প্রদানের অনুমতি পেলো এই ছবিটি।

‘পোড়ামন ২’র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজ থেকে এক স্ট্যটাসে এ তথ্য জানানো হয়।

এই প্রসঙ্গে সেন্সর বোর্ডের সচিব মোহাম্মদ আলী সরকার বলেন, বোর্ডের সদস্যরা ছবিটি দেখার পর সেন্সর ছাড়পত্র প্রদানের অনুমতি দিয়েছেন। আগামী কয়েক কার্যদিবসের মধ্যে ছবিটিকে ছাড়পত্র দেয়া হবে। এর ফলে ঈদে ‘পোড়ামন ২’ মুক্তিতে কোনো বাধা রইলো না।

সেন্সর বোর্ডের অন্য এক সদস্য নাম প্রকাশ না করে বলেন, বিগত কয়েক বছরে এ ধরনের রোমান্টিক ছবি আর দেখিনি। আমার বিশ্বাস আসন্ন ঈদে বড় পর্দার সবচেয়ে মুক্তি প্রতীক্ষিত ও আলোচিত ছবি ‘পোড়ামন ২’।

এদিকে, নির্মাণের শুরু থেকেই আলোচনায় ছিল এই ছবিটি। বিশেষ করে ছবির পোস্টার, ট্রেলার এবং গান প্রকাশের পর থেকেই বেশ আলোচনা হয়েছে ‘পোড়ামন ২’ নিয়ে।

এই ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে নাট্যাভিনেতা সিয়ামের। সুপারহিট ‘পোড়ামন’ ছবির সিকুয়াল হিসেবে নির্মিত হয়েছে ‘পোড়ামন ২’। এর আগে বৈশাখে এর মুক্তির কথা থাকলেও তা হয়নি।

এদিকে, গত বছরের সেপ্টেম্বরে শুরু হয়েছিল চলচ্চিত্রটির শুটিং। মেহেরপুর, কুষ্টিয়া ও সিলেটের বেশ কিছু জায়গায় এর চিত্রধারণ সম্পন্ন হয়।

ডেইলি বাংলাদেশ/জেডআই

Best Electronics
Best Electronics