Alexa ঈদের নাটকে মিথিলা 

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ১০ ১৪২৬,   ২৩ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

ঈদের নাটকে মিথিলা 

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:৪২ ১৬ জুলাই ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দর্শকপ্রিয় অভিনেত্রী মিথিলাকে এবারের ঈদের বেশ কিছু নাটকে দেখা যাবে। তারই ধারাবাহিকতায় সম্প্রতি এই অভিনেত্রী ‘ছোট পাখি’ শিরোনামের একটি নাটকের শুটিং শেষ করেছেন। গৌতম কৈরীর নির্দেশনায় নাটকটিতে মিথিলার বিপরীতে অভিনয় করেছেন ইফরান সাজ্জাদ। 

এই নাটকের গল্পে মিথিলা ও ইরফান সাজ্জাদ স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। গল্পের প্রয়োজনে আছে মা, ভাই, বোন। আধুনিক সামাজিক জীবনে স্বামী-স্ত্রী যে ভিতর থেকে অসুখী জীবনযাপন করছে তাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবে অবশ্যই তার একটি সুন্দর সমাধানও আছে বরে জানান নির্মাতা। 

এই অভিনয় প্রসঙ্গে মিথিলা বলেন, গৌতম এবং সাজ্জাদের সঙ্গে এবারই আমার প্রথম কাজ করা। শুটিংয়ের সময়টায় দুজনের মধ্যেই সহযোগিতার মনোভাবটা পেয়েছি। নিঃসন্দেহে কৈরী একজন ভালো নির্মাতা এবং অবশ্যই সাজ্জাদ একজন ভালো অভিনেতা। আমরা সবাই একটি ভালো টিম হয়ে কাজ করেছি, যার ছাপটি অবশ্যই দর্শক ছোট পাখি নাটকে দেখতে পাবেন।

আসছে ঈদুল-আযহায় ‘ছোট পাখি’ নাটকটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হবে। 

ডেইলি বাংলাদেশ/এনএ

Best Electronics
Best Electronics