Alexa ইসির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সভা

ঢাকা, শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৮ ১৪২৬,   ২৬ জমাদিউস সানি ১৪৪১

Akash

ইসির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সভা

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:০৩ ১৯ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নির্বাচন কমিশনার ও ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সিটি কর্পোরেশন নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নেয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সভা চলছে।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে এ সভায় প্রধান অতিথি হিসেবে আছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। এতে সভাপতিত্ব করছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম।

সভায় নির্বাচনী বিধি মোতাবেক কোন বাহিনী কীভাবে পালন করবেন সে বিষয়ে আলোচনা হচ্ছে। এমনকি দায়িত্ব পালনে কোনো সমস্যা বা ফাঁক ফোকর থাকলে তা সংশোধন করার নির্দেশনাসহ ভোটিং মেশিন ও অন্য মালামাল গ্রহণের তথ্য বিনিময় হবে।

নির্বাচনের আগে প্রার্থীদের প্রচারণায় যেন কোনো সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেসব বিষয়েও সতর্কতা ও নির্দেশনা থাকবে।

ডেইলি বাংলাদেশ/এস.আর/এসআই