Alexa ইসলামপুরে ভটভটিচাপায় ওষুধ ব্যবসায়ীর মৃত্যু

ঢাকা, বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১৪ ১৪২৬,   ০৩ রজব ১৪৪১

Akash

ইসলামপুরে ভটভটিচাপায় ওষুধ ব্যবসায়ীর মৃত্যু

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৮:৪৭ ২৩ জানুয়ারি ২০২০  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের ইসলামপুরে ভটভটিচাপায় মোটরসাইকেল চালক রশিদুজ্জামান নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। 

বুধবার সন্ধ্যায় উপজেলার ইসলামপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের বাটিকামারী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওষুধ ব্যবসায়ী রশিদুজ্জামান পৌর শহরের পলবান্ধা উজান পাড়া গ্রামের ময়দান আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় রশিদুজ্জামান দোকান থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এসময় দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি অবৈধ ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিসৎক তাকে মৃত ঘোষণা করেন। 

ইসলামপুর থানার এসআই আবু রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। 

ডেইলি বাংলাদেশ/এমকে