Alexa ইসলামপুরে আনন্দ মিছিল

ঢাকা, শুক্রবার   ১৮ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৮ সফর ১৪৪১

Akash

ইসলামপুরে আনন্দ মিছিল

 প্রকাশিত: ১৩:১০ ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ১৩:১০ ৯ নভেম্বর ২০১৮

ফাইল ফটো

ফাইল ফটো

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আনন্দ মিছিল করেছে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দুইবারের এমপি ফরিদুল হক খান দুলালের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে থানার দলীয় কার্যালয় থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহাসিক বটতলা চত্তরে পথসভায় অংশ নেয়। 

পথসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হক খান দুলাল এমপি বলেন, আগামী ২৩ডিসেম্বর নির্বাচন। এ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। এজন্য সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে অন্যানের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আব্দুন নাছের চার্লেস চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জামাল আবু নাসের বাবুল,  পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নূর, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আ. রাজ্জাক লাল মিয়া, আ. লতিফ সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন স্বাধীন, হাবিবুর রহমান চৌধুরী শাহিন, মজিবর রহমান শাহজাহান, যুগ্ম সম্পাদক মাকছুদুর রহমান আনছারীসহ যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

ডেইলি বাংলাদেশ/জেএইচ