Alexa ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত ৩ ফিলিস্তিনি নিহত, আহত ১৪০

ঢাকা, শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৮ ১৪২৬,   ১৫ রবিউস সানি ১৪৪১

ইসরাইলি সেনাদের গুলিতে অন্তত ৩ ফিলিস্তিনি নিহত, আহত ১৪০

 প্রকাশিত: ০৩:২৯ ২২ জুলাই ২০১৭  

আল আকসা মসজিদে ৫০ বছরের কম বয়সীদের নামাজে নিষেধাজ্ঞা আরোপ নিয়ে চলমান সংকটে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একশ ৪০ জন মুসল্লি। আহতদের অনেকের অবস্থা গুরুতর। খবর: আল জাজিরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অধিকৃত পূর্ব জেরুজালেমের পার্শ্ববর্তী রাস আল আমুদ এলাকায় ১৮ বছর বয়সী এক ফিলিস্তিনি তরুণকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। ইসরাইলের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নিহতের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শুক্রবার নামাজের পর সংঘর্ষে আহত অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জেরুজালেম হাসপাতাল কর্তৃপক্ষ এপি নিউজ এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে তৃতীয়জনের মৃত্যু হয়েছে বলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে। আল আকসা মসজিদে ৫০ বছরের কম বয়সীদের প্রবেশে ‘নিষেধাজ্ঞা’ আরোপের পর বিক্ষোভে ফেটে পড়েন ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের ধর্মীয় নেতারা মুসল্লিদের অন্য মসজিদের পরিবর্তে আল আকসায় নামাজ আদায়ের জন্য আহ্বান করেন। সেই ডাকে সাড়া দিয়ে কাতারে কাতারে মুসল্লি ইসরাইলি বাহিনীর দেওয়া মেটাল ব্যারিকেড অমান্য করে মসজিদে প্রবেশের চেষ্টা করে। ইসরাইলি বাহিনীর বাধার মুখে রাস্তায় নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে যান মুসল্লিরা। নামাজ আদায়ের পর মধ্য দুপুরে বিক্ষোভ মিছিল শুরু করলে ইসরাইলি বাহিনী মুসল্লিদের উপর ক্যাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়তে থাকে। এ ঘটনায় এক শ’ ৪০ জন মুসল্লি গুরুতর আহত হয়েছেন। ইসারাইলি পুলিশের মুখপাত্র দিনের শুরুতে জানিয়েছেন, ইসরাইলি ও সীমান্ত মিলিয়ে তিন হাজার পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, জেরুজালেম দেখার জন্য মুসলমান কিংবা খ্রিষ্টান ভ্রমণ করতেই পারে। তবে সেখানে প্রার্থনা করার অধিকার সবার নেই। এর আগে গত সপ্তাহে আল আকসা মসজিদের নিকটবর্তী এলাকায় ইসরাইলি সেনার গুলিতে তিনজন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়। এরপর ফিলিস্তিনিদের গুলিতে দু’জন ইসরাইলি পুলিশ নিহতের জেরে আল আকসা মসজিদে শুক্রবার জুম্মার নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এ ঘটনায় গত এক সপ্তাহ ধরে ইসরাইলি পুলিশ ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ চলছে। ফিলিস্তিনিদের দাবি, তাদের ১০ জন নেতাকে আটক করে নিয়ে গেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিন প্রিজনার্স ক্লাব জানায়, আটককৃতদের মধ্যে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টির জেরুজালেম নেতা হাতেম আব্দেল কাদের রয়েছেন। ডেইলি বাংলাদেশ/আইজেকে