ইসমাত আরা সাদেকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ০১:৪৮ ২২ জানুয়ারি ২০২০

ফাইল ছবি
যশোর-৬ আসনের এমপ ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী. এ. কে. আব্দুল মোমেন।
মঙ্গলবার এক শোকবার্তায় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
ইকুয়েডরের রাজধানী কুটোতে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী শোক বার্তায় বলেন, ইসমাত আরা সাদেক অত্যন্ত দৃঢ় ব্যক্তিত্ব ও বড় হৃদয়ের অধিকারী ছিলেন। তার অবদান এদেশের মানুষ চিরদিন মনে রাখবে।
ড. মোমেন বলেন, ইসমাত আরা সাদেকের মৃত্যুতে রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়।
ডেইলি বাংলাদেশ/আরএইচ