Alexa ইরাক থেকে সাড়ে পাঁচশ পাউন্ডের আইএস নেতা আটক

ঢাকা, সোমবার   ২৪ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১১ ১৪২৬,   ২৯ জমাদিউস সানি ১৪৪১

Akash

ইরাক থেকে সাড়ে পাঁচশ পাউন্ডের আইএস নেতা আটক

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:০৮ ১৮ জানুয়ারি ২০২০   আপডেট: ১১:১৬ ১৮ জানুয়ারি ২০২০

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইরাক থেকে ইসলামিক স্টেটের (আইএস) একজন শীর্ষ মুফতিকে আটক করেছে ইরাকের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার রাতে দেশটির মোসুল শহর থেকে সাড়ে পাঁচশ পাউন্ড ওজনের ওই নেতাকে আটক করা হয়।

দ্য জেরুজালেম পোস্ট জানায়, এলিট বাহিনীর বিশেষ টিম দিয়ে পরিচালিত অভিযানে আটক স্থূলকায় ব্যক্তির ওজন প্রায় ৫৬০ পাউন্ড। তিনি শিয়া নিমা, শিফা ব্নি আলি আল-নিমা এবং আবু আব্দুল বারি নামেও পরিচিত।

আইএসের এই শীর্ষস্থানীয় নেতার ফতোয়ার ওপর ভিত্তি করেই পণ্ডিত ও ধর্মীয় নেতাদের হত্যা এবং নারীদের ধর্ষণ করা হয়। মোসুল শহরে অবস্থিত হযরত ইউনুস (আ.) এর কবর বোমা মেরে উড়িয়ে দেয়ার নির্দেশ তারই ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে মুফতি শিফাকে আটকের ছবি প্রকাশিত হয়েছে। সেখানে তাকে পুলিশের একটি গাড়িতে করে কারাগারের উদ্দেশে নিতে দেখা যায়। বিশাল ওজনের কারণেই পুলিশ ভ্যানের পেছনে জায়গা হয়েছে তার।

বিশ্লেষকদের মতে, সোলাইমানিকে হত্যার পর জঙ্গিবিরোধী অভিযান জোরদার করেছে ইরাক সরকার। তারই অংশ হিসেবে এই মুফতিকে আটক করা হয়।

ডেইলি বাংলাদেশ/জেএস