Alexa ইভিএমে ইসির এতো আগ্রহ কেন?

ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৬ ১৪২৬,   ২১ মুহররম ১৪৪১

Akash

যুক্তফ্রন্ট নেতাদের প্রশ্ন

ইভিএমে ইসির এতো আগ্রহ কেন?

 প্রকাশিত: ১৯:১৯ ৩০ আগস্ট ২০১৮   আপডেট: ১৯:২৯ ৩০ আগস্ট ২০১৮

যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ

যুক্তফ্রন্ট নেতৃবৃন্দ

একাদশ সংসদ নির্বাচনে ব্যবহারের জন্য ইভিএমে ইসির এতো আগ্রহ কেন বলে প্রশ্ন তুলেছেন যুক্তফ্রন্ট নেতারা। 

বৃহস্পতিবার গণমাধ্যমে দেয়া এক যুক্ত বিবৃতিতে যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট ও প্রাক্তণ রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ. এম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আ. স. ম আবদুর রব এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ কথা জানান।

বিবৃতিতে নেতারা বলেন, নির্বাচন কমিশন ইভিএম কেনায় তাড়াহুড়া শুরু করেছে, এতে জনমনে সন্দেহের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়, ভারতে বিরোধী দল ইভিএমে ভোট দিতে অস্বীকৃতি জানিয়েছে। যুক্তরাষ্ট্র, হল্যান্ডসহ পৃথিবীর বহু দেশে ইভিএম বাতিল করা হয়েছে।

যুক্তফ্রন্ট নেতারা বলেন, ইভিএমের যান্ত্রিক দুর্বলতার সুযোগে ভোট নিয়ে অনায়াসে কারচুপি করা যায় বলেই বিভিন্ন দেশ এটা বাতিল করেছে। বিপুল পরিমাণ টাকা খরচ করে ইভিএম সংগ্রহ এবং নির্বাচনে তা ব্যবহার না করতে যুক্তফ্রন্টের তরফ থেকে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানাচ্ছি। 

ডেইলি বাংলাদেশ//আরআই