Alexa ইভটিজারকে প্রকাশ্যে জুতোপেটা করল কিশোরী (ভিডিও)

ঢাকা, মঙ্গলবার   ২৩ জুলাই ২০১৯,   শ্রাবণ ৯ ১৪২৬,   ২০ জ্বিলকদ ১৪৪০

ইভটিজারকে প্রকাশ্যে জুতোপেটা করল কিশোরী (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৮:৩৩ ২৬ জুন ২০১৯   আপডেট: ০৮:৩৪ ২৬ জুন ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সাহসিকতার নজির গড়ল বাঁকুড়ার এক নবম শ্রেণির ছাত্রী। ইভটিজিং করায় এক স্ট্রিট রোমিওকে প্রকাশ্যে জুতোপেটা করল ওই কিশোরী। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে ভারতের বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি থানার বেনাগাড়ির গ্রামে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই মারের ভিডিও। যার ফলে জেলাজুড়ে শোরগোল পড়ে যায়।

জানা গেছে, নবম শ্রেণির ওই ছাত্রীর বাড়ি বাঁকুড়ার মেজিয়া থানার মুরগাবনী গ্রামে। আর অভিযুক্ত কিশোরের বাড়ি বেনাগাড়ি গ্রামে।  

শুক্রবার স্কুলে যাওয়ার পথে ওই ছাত্রীকে অশ্লীল ইঙ্গিত করে ওই কিশোর। এরপরই রাস্তার মধ্যেই অভিযুক্তকে জুতোপেটা করে কিশোরী। কলার ধরে রাস্তায় ফেলে অভিযুক্তকে পেটায় ওই সাহসী কিশোরী। যদিও এই ঘটনার থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে প্রতিবাদী ছাত্রীর এহেন সাহসিকতা দেখে আনন্দিত তার বাবা-মা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীরা। 

ওই ছাত্রীর পরিবারের অভিযোগ, স্কুল ও গৃহশিক্ষকের কাছে যাওয়ার পথে প্রতিদিন মেয়েটিকে নানান কটূক্তি করত। শুক্রবার যার বাঁধ ভেঙে যায়। ফলে ওইদিন রাস্তাতেই জুতো খুলে অভিযুক্তকে পেটায় কিশোরী। ওই স্কুলছাত্রীর এহেন সাহসিকতায় স্বভাবতই মুগ্ধ মেজিয়ার মুরগাবনী গ্রাম। 

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কিশোরির মারের ক্যামেরাবন্দি ভিডিও ফুটেজ। 

প্রতিবাদী ওই ছাত্রী জানায়, প্রতিদিন বিভিন্ন সংবাদমাধ্যমে নারীদের ওপর নানান অত্যাচারের ঘটনা দেখি। পুলিশকে জানানোর পরেও দেখি, কোনো কাজ হয়নি। সেই কারণেই ছেলেটিকে উচিত শিক্ষা দেয়ার জন্য নিজের মধ্যে শক্তিসঞ্চয় করেছিলাম। তাই নিজের পায়ের জুতো খুলে তাকে উচিত শিক্ষা দিয়েছি।

স্কুল ছাত্রীর এহেন সাহসিকতা দেখে স্বভাবতই খুশি লটিয়াবনী অঞ্চল হাইস্কুলের প্রধান শিক্ষক উজ্জ্বল রায়। 

তিনি বলেন, পিছিয়ে পড়া জেলার এই মেয়েই এবার গোটা রাজ্যের চোখ খুলে দেবে। শিখিয়ে দেবে প্রতিবাদের ভাষা। ও সবার অলক্ষ্যে, অজান্তে এবং নীরবে এই পুরুষতান্ত্রিক সমাজের মুখে ঝামা ঘষে দিয়েছে।

ভিডিও দেখতে ক্লিক করুন

ডেইলি বাংলাদেশ/এমকে