Alexa ইফতার দাওয়াতে নেচেছেন শিল্পা, বিতর্কে নায়িকা!

ঢাকা, বুধবার   ২১ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

ইফতার দাওয়াতে নেচেছেন শিল্পা, বিতর্কে নায়িকা!

 প্রকাশিত: ১৫:১২ ৮ জুন ২০১৮   আপডেট: ০৯:৫৯ ৯ জুন ২০১৮

শিল্পা শেট্টি

শিল্পা শেট্টি

সম্প্রতি বন্ধুর ইফতার পার্টিতে গিয়েছিলেন অভিনেত্রী শিল্পা শেট্টি। স্বভাব বশতই ইফতার পার্টির সেলিব্রেশন ভিডিও করে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন তিনি। আরা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সে ভিডিও।

ভিডিওর সঙ্গে জোটে এক রাশ সমালোচনা। ইফতার পার্টির মেনুতে আফলাতুর নামে একটি মিষ্টি রাখা হয়েছিল। আর তাই ওই সময় অক্ষয় কুমারের ছবির গান ‘অফলাতুর’ সঙ্গে নাচ করছেন আর মিষ্টি খেয়েছেন নায়িকা ও বান্ধবীরা। তবে শিল্পার এই নাচগান মোটেই পছন্দ হয়নি নেটিজেনদের।

ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে একাধিক ব্যক্তি সমালোচনা শুরু করেন। অনেকে শিল্পাকে আক্রমণ করে লিখেছেন, অভিনেত্রীর এই নাচ গানে মুসলিম ভাবাবেগে আঘাত হানবে। কারণ ইফতার পার্টিতে নাচ–গান একেবারেই করা উচিত নয়।

কেউ আবার লিখেছেন কিছু জিনিসকে সম্মান দেওয়া উচিত। যেটা অভিনেত্রী একেবারেই দেখাচ্ছেন না। সমালোচনার চাপে সঙ্গে সঙ্গে টুইট করে ক্ষমা চেয়ে নিয়েছেন অভিনেত্রী। টুইটে তিনি লিখেছেন, যদি আমি মুসলিম ভাবাবেগে আঘাত দিয়ে থাকি তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি।

ইফতারে শিল্পার নাচের ভিডিওটি:

ডেইলি বাংলাদেশ/টিএএস

Best Electronics
Best Electronics