Alexa ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ২৭

ঢাকা, বুধবার   ১৬ অক্টোবর ২০১৯,   কার্তিক ১ ১৪২৬,   ১৬ সফর ১৪৪১

Akash

ইন্দোনেশিয়ায় পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ২৭

 প্রকাশিত: ০৮:১৭ ১১ ফেব্রুয়ারি ২০১৮  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন।

শনিবার এমন খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজ।

পুলিশ জানিয়েছে, বাসটিতে কমপক্ষে ৪০ জন যাত্রী ছিল। পশ্চিম জাভা প্রদেশের সুবাং এলাকায় দ্রুত গতিতে বাসটি একটি পাহাড়ি পথ দিয়ে নামছিল। এসময় বাসটির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে বাসটি পাহাড়ের নিচে পড়ে যায়।

পাহাড়ের নিচে পড়ে যাওয়ার সময় বাসটি বেশ কয়েকবার উল্টে যায়। এসময় বাসটিতে অন্তত ৪০ জন যাত্রী ছিলেন। তারা সবাই স্থানীয় পর্যটক। বাসটি থেকে সব হতাহতকে বের করে আনা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ