Alexa ইন্টার মিলানের বিপক্ষে থাকছেন না মেসি

ঢাকা, বৃহস্পতিবার   ৩০ জানুয়ারি ২০২০,   মাঘ ১৬ ১৪২৬,   ০৪ জমাদিউস সানি ১৪৪১

Akash

ইন্টার মিলানের বিপক্ষে থাকছেন না মেসি

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:৩৭ ১০ ডিসেম্বর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে ইন্টার মিলানের বিপক্ষে খেলছেন না বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। ইন্টার মিলানের মাঠ সানর সিরো স্টেডিয়ামে লিওনেল মেসিকে বিশ্রাম দিয়েছেন বার্সা কোচ আর্নেস্তো ভালভার্দে।

এ মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার জার্সি গায়ে ১৫ ম্যাচে ১৪ গোল করেছেন লিওনেল মেসি। এর পাশাপাশি সতীর্থদের ৩টি গোলে অবদান রেখেছেন এই আর্জেন্টাইন ক্ষুদে জাদুকর।

গ্রুপ ‌'এফ' এর ষষ্ঠ রাউন্ডের এই ম্যাচে মেসি ছাড়াও বিশ্রামে থাকছেন দুই ডিফেন্ডার সার্জি রবার্তো ও জেরার্দ পিকে। চোটের কারণে দলের বাইরে ওসমান দেম্বেলে, নেলসন সেমেদো, জর্দি আলবা ও আর্থার মেলো।

গ্রুপের অপর ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের মাঠে খেলতে নামতে স্লাভিয়া প্রাগ।

৫ ম্যাচ শেষে ১১ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিনে রয়েছে ইন্টার মিলান ও বরুশিয়া ডর্টমুন্ড। শেষ ষোলোয় উঠতে বার্সার বিপক্ষে জয়ের বিকল্প নেই ইন্টারের।

ডেইলি বাংলাদেশ/এম