Alexa ইন্টার্নদের মাসে সাত লfক্ষ টাকা বেতন দেয় ফেসবুক!

ঢাকা, বুধবার   ২৩ অক্টোবর ২০১৯,   কার্তিক ৭ ১৪২৬,   ২৩ সফর ১৪৪১

Akash

ইন্টার্নদের মাসে সাত লfক্ষ টাকা বেতন দেয় ফেসবুক!

তথ্যপ্রযুক্তি ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:৩২ ১৬ মে ২০১৯   আপডেট: ১৬:৫৯ ১৮ মে ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আমেরিকায় ইন্টার্নদের সর্বাধিক বেতন দেয়ার নজির স্থাপন করেছে ফেসবুক। প্রতিষ্ঠানটি শিক্ষানবিশদেরই যা বেতন দিয়েছে তাতে চক্ষু চড়গগাছ স্থায়ী কর্মীদের। চলতি বছরে ফেসবুক-এর তরফে আমেরিকায় শিক্ষানবীশদের ৮০০০ ডলার বেতন দেয়া হয়েছে। যা বাংলাদেশি প্রায় সাত লাক্ষ টাকার সমপরিমান।

গ্লাসডোর নামক একটি সংস্থার সার্ভের মারফত এমনই তথ্য উঠে এসেছে। এর আগে এমনতর নজির দেখিয়েছিল Amazon এবং Salesforce। তবে এই দুই সংস্থার কেউই ফেসবুক-কে টপকে যেতে পারল না। Amazon এর তরফে বেতন দেওয়া হয়েছিল ৭.৭২৫ ডলার অর্থাৎ যা বাংলাদেশি প্রায় ছয় লাক্ষ টাকার কিছুটা কম-বেশি। 

আর Salesforce- এর তরফে ৭,৬৬৭ ডলার বেতন দেয়া হয়েছিল তাঁদের কর্মীদের, যা বাংলাদেশি প্রায় সাত লাক্ষ টাকার কাছাকাছি। তবে আমেরিকায় সর্বপ্রথম সব থেকে বেশি বেতন দেয়ার নজির গড়েছিল Google। ৭,৫০০ ডলার বেতন দিত তাঁরা অর্থাৎ সারে সাত লাক্ষ টাকার কিছুটা কম-বেশি।
 
ডেইলি বাংলাদেশ/এমএস