Alexa ইডেন গার্ডেন্সের টেস্ট রেকর্ডসমূহ

ঢাকা, শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৮ ১৪২৬,   ১৫ রবিউস সানি ১৪৪১

ইডেন গার্ডেন্সের টেস্ট রেকর্ডসমূহ

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:২০ ২১ নভেম্বর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। এর আগে কখনোই এই মাঠে টেস্ট খেলেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে হেরে যাওয়া বাংলাদেশের লক্ষ্য থাকবে হোয়াইটওয়াশ এড়ানো।

এই টেস্টের মধ্য দিয়ে গোলাপি বলের টেস্টে অভিষেক হচ্ছে বাংলাদেশ ও ভারতের। ঐতিহাসিক এই টেস্টের আগে দেখে নিই বিখ্যাত ইডেন গার্ডেন্সের কিছু রেকর্ড।

১. সর্বাধিক ম্যাচ: সবচেয়ে বেশি ৪১টি ম্যাচ খেলেছে স্বাগতিক ভারত। ১২টিতে জয় পেয়েছে তারা। হার ৯ ম্যাচে। ২০টি ম্যাচ ড্র হয়েছে। এই ভেন্যুতে ১০টি করে ম্যাচ খেলেছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ড ২টি জয়, ৩টিতে হার ও ৫টিতে ড্র’র স্বাদ নেয়। ওয়েস্ট ইন্ডিজ ৩টি করে জয়-হার ও ৪টিতে ড্র’র স্বাদ নেয়।

২. দলীয় সর্বোচ্চ রান: ভারত ৬৫৭/৭ডি, প্রতিপক্ষ -অস্ট্রেলিয়া, তারিখ- ১১ মার্চ, ২০০১।

৩. দলীয় সর্বনিম্ন রান : ভারত ৯০/১০, প্রতিপক্ষ -ওয়েস্ট ইন্ডিজ, তারিখ- ৩১ ডিসেম্বর, ১৯৫৮।

৪. ম্যাচে সর্বাধিক রান: ভারত-অস্ট্রেলিয়া, রান- ১৪৮৫, উইকেট- ৩৭, ওভার-৪৩৬.৩, তারিখ- ১১ মার্চ, ২০০১।

৫. বড় ব্যবধানে জয় (ইনিংস): ওয়েস্ট ইন্ডিজ, প্রতিপক্ষ-ভারত, ব্যবধান- ইনিংস ও ৩৩৬ রানে, তারিখ- ৩১ ডিসেম্বর, ১৯৫৮।

৬. বড় ব্যবধানে জয় (রান): দক্ষিণ আফ্রিকা, প্রতিপক্ষ-ভারত, ব্যবধান- ৩২৯ রানে, তারিখ- ২৭ নভেম্বর, ১৯৯৬।

৭. ছোট ব্যবধানে জয় (রান): ভারত, প্রতিপক্ষ-ইংল্যান্ড, ব্যবধান- ২৮ রানে, তারিখ- ৩০ ডিসেম্বর, ১৯৭২।

৮. ছোট ব্যবধানে জয় (উইকেট): ইংল্যান্ড, প্রতিপক্ষ-ভারত, ব্যবধান-৭ উইকেটে, তারিখ- ৫ ডিসেম্বর, ২০১২।

৯. ব্যক্তিগত সবচেয়ে বেশি রান: ভিভিএস লক্ষণ (ভারত)- ১৫ ইনিংসে ১২১৭ রান, গড়- ১১০.৬৩।

১০. ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস: ভিভিএস লক্ষণ (ভারত)- ২৮১, প্রতিপক্ষ-অস্ট্রেলিয়া, তারিখ- ১১ মার্চ, ২০০১।

১১. সবচেয়ে বেশি উইকেট: হরভজন সিং (ভারত)- ১৩ ইনিংস, ওভার- ৪১৫.১, রান-১০০১, উইকেট-৪৬ উইকেট।

১২. সেরা বোলিং ফিগার: ল্যান্স ক্লুজনার (দক্ষিণ আফ্রিকা), ৮/৬৪, ওভার- ২১.৩, প্রতিপক্ষ- ভারত এবং জাভাগাল শ্রীনাথ (ভারত), ৮/৮৬, ওভার- ২৭, প্রতিপক্ষ- পাকিস্তান।

১৩. সেরা বোলিং (ম্যাচে): জাভাগাল শ্রীনাথ (ভারত), ১৩/১৩২, ওভার- ৪৬, প্রতিপক্ষ- পাকিস্তান এবং হরভজন সিং (ভারত), ১৩/১৯৬, ওভার- ৬৮.২, প্রতিপক্ষ- অস্ট্রেলিয়া।

১৪. সবচেয়ে বেশি ডিসমিসাল: সৈয়দ কিরমানি (ভারত)- ৭ ম্যাচে ১৪টি, ক্যাচ-১১টি এবং স্টাম্পিং-৩টি।

১৫. সর্বোচ্চ রানের জুটি: ভিভিএস লক্ষণ-রাহুল দ্রাবিড় (ভারত)- পঞ্চম উইকেট ৩৭৬ রান, প্রতিপক্ষ -অস্ট্রেলিয়া, তারিখ- ১১ মার্চ, ২০০১।

১৬. সবচেয়ে বেশি ম্যাচ: শচীন টেন্ডুলকার (ভারত)- ১৩টি।

১৭. অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ : নওয়াব মনসুর আলী খান পতৌদি (ভারত)- ৬টি।

ডেইলি বাংলাদেশ/এম