Alexa ইজতেমার ময়দানে হামলা, ভোলায় বিক্ষোভ

ঢাকা, শুক্রবার   ১৮ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৮ সফর ১৪৪১

Akash

ইজতেমার ময়দানে হামলা, ভোলায় বিক্ষোভ

ভোলা প্রতিনিধি

 প্রকাশিত: ২০:০৬ ২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ২০:১২ ২ ডিসেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

টঙ্গীর ইজতেমার ময়দানে তাবলিগ জামাতের কর্মরত সাথীদের ওপর হামলার প্রতিবাদে রোববার বিক্ষোভ মিছিল করেছে ভোলার  'আলমি শুরা'র সদস্যরা।

ভোলা শহরের কাবিল মসজিদ থেকে বিকেলে একটি বিক্ষোভ মিছিল শহরের সদর রোড প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগান দেয়।

এ সময় বক্তব্য রাখেন রতনপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা মিজানুর রহমান, নাছির মাঝি মাদ্রাসার মোহতামিম মাওলানা বশির আহমেদ, মজলিশে দাওয়াতুল হকের ভোলা জেলার আমির মাওলানা আ. খালেক, মাকসুদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, শনিবার টঙ্গী এজতেমার মাঠ দখলে নিতে সাদ অনুসারীদের নির্দেশে কর্মরত মাদরাসার ছাত্র শিক্ষক ও সাধারণ মানুষের উপর নির্বিচারে হামলা চালানো হয়। হামলায় একজন নিহত ও দুই শতাধিক মুসল্লী আহত হয়। পুলিশ দাঁড়িয়ে থেকেও তাদেরকে বাধা দেয়নি। নির্দেশ দাতাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

ডেইলি বাংলাদেশ/এমকে