Alexa ইউনিমেড ইউনিহেলথ প্রথম বিভাগ বাস্কেটবল লীগ শুরু

ঢাকা, রোববার   ১৮ আগস্ট ২০১৯,   ভাদ্র ৩ ১৪২৬,   ১৬ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

ইউনিমেড ইউনিহেলথ প্রথম বিভাগ বাস্কেটবল লীগ শুরু

 প্রকাশিত: ১৮:১২ ১০ নভেম্বর ২০১৮   আপডেট: ১৮:১২ ১০ নভেম্বর ২০১৮

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ধানমন্ডি উডেন ফ্লোর বাস্কেটবল জিমন্যাশিয়ামে  সাত দলের অংশগ্রহণে শুরু আজ শনিবার থেকে শুরু হয়েছে ‘ইউনিমেড  ইউনিহেলথ প্রথম বিভাগ বাস্কেটবল লীগ-২০১৮’।

ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস এর পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ বাস্কেটবল  ফেডারেশনের ব্যবস্থাপনায় চলছে টুর্নামেন্ট।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে লীগের শুভ উদ্বোধন ঘোষনা করেন ইউনিমেড এন্ড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস এক্সিকিউটিভ ডাইরেক্টর নাজমুল হোসেন । 

গত ১৩-১০-২০১৮ তারিখে ফিবা’র সেক্রেটারী জেনারেল মৃত্যু বরন করেন। তাঁর স্মরণে সকলে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

প্রধান অতিথি অংশ গ্রহনকারী দলের খেলোয়াড় ও কর্মকর্তাবৃন্দের সংগে পরিচিত হন এবং উপস্থিত সকল খেলোয়াড়দের উদ্দেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র ফেডারেশনের সহ-সভাপতি জনাব মইনুল আহসান মঞ্জু ও ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস এর কর্মকর্তাগণ, ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন ক্লাবের কর্মকর্তাগণ ।

উদ্বোধনী দিনে প্রথম খেলা বকসী বাজার ক্লাব বনাম রেইথ ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয় । উক্ত খেলায় বকসী বাজার ক্লাব  ৫১-২৫ পয়েন্টে রেইথ ক্লাবকে পরাজিত করে। খেলার  প্রথমাধে বকসী বাজার  ক্লাব ৩৩-১৬ পয়েন্টে এগিয়েছিল।

বকসী বাজার ক্লাবের  পূণ্য-১৩ ও অরিত্র- ০৯ পয়েন্ট  এবং  রেইথ ক্লাবের সেলিয়ান-০৯ ও রাকিন-০৮ পয়েন্ট  স্কোর করে।

ডেইলি বাংলাদেশ/আরএস

Best Electronics
Best Electronics

শিরোনাম

শিরোনামকুমিল্লার বাগমারায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৫ শিরোনামবন্যায় কৃষিখাতে ২শ’ কোটি টাকার বেশি ক্ষতি হবে না: কৃষিমন্ত্রী শিরোনামচামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে করা রিট শুনানিতে হাইকোর্টের দুই বেঞ্চের অপারগতা প্রকাশ শিরোনামচামড়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে বিকেলে সচিবালয়ে বৈঠক শিরোনামডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭০৬ জন: স্বাস্থ্য অধিদফতর শিরোনামডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন দুপুরে আদালতে উপস্থাপন শিরোনামডেঙ্গু রোগীর সংখ্যা কমছে: সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শিরোনামইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, দুই শিশুসহ নিহত ৭ শিরোনামআফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত বেড়ে ৬৩