Alexa ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন মারে

ঢাকা, শনিবার   ২২ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১০ ১৪২৬,   ২৮ জমাদিউস সানি ১৪৪১

Akash

ইউএস ওপেন থেকে ছিটকে গেলেন মারে

 প্রকাশিত: ১৭:৫০ ৩০ আগস্ট ২০১৮   আপডেট: ১৭:৫০ ৩০ আগস্ট ২০১৮

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

দিন সব সময় এক রকম যায় না তার প্রমাণ অ্যান্ডি মারে। যে স্টেডিয়ামে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন সেই স্টেডিয়ামেই এই প্রথম ইউএস ওপেন থেকে সব থেকে দ্রুত বিদায় নিলেন তিনি-ই।

চোট-ফর্মহীনতার কারণে বেশ কিছুদিন মাঠের বাইরে থেকে অবশেষে খেলতে এসেছিলেন যুক্তরাষ্ট্র ওপেনে। তবে আসরটির দ্বিতীয় রাউন্ডেই ফার্নান্দো ভারদাস্কোর কাছে হেরে বিদায় নিতে হলো সাবেক পুরুষ টেনিসের নাম্বার ওয়ানকে।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রথম সেটেই ৭-৫ গেমে ৩১তম বাছাই স্প্যানিশ তারকা ভারদাস্কোর কাছে হেরে যান মারে। তবে পরের সেটেই ৬-২ গেমে জিতে ঘুরে দাঁড়ান তিনি। কিন্তু তৃতীয় ও চতুর্থ সেট বৃটিশ এই তারকা যথাক্রমে ৬-৪ ও ৬-৪ গেমে হেরে বিদায় নেন।

১৩ বছর আগে যুক্তরাষ্ট্র ওপেনে মারের অভিষেকের পর এবারই প্রথম এত দ্রুত বিদায় নিলেন তিনি। 

ডেইলি বাংলাদেশ/আরএস/এসআই