Alexa ইংলিশদের কাছে হার, র‌্যাঙ্কিংয়ে ফের ৭-এ বাংলাদেশ

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

ইংলিশদের কাছে হার, র‌্যাঙ্কিংয়ে ফের ৭-এ বাংলাদেশ

 প্রকাশিত: ১০:৩৪ ৩ জুন ২০১৭  

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের কাছে হাররিপুরনো র‌্যাঙ্কিংয়ে ফিরিয়ে নিয়েছে টাইগারদের। এক ধাপ নিচে নেমে বাংলাদেশ এখন সাত নম্বরে। মাত্র এক পয়েন্ট বেশি থাকায় ছয় নম্বরে উঠে এসেছে শ্রীলঙ্কা। গত বৃহস্পতিবার ওভালে ইংলিশদের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৯৩। লঙ্কানদেরও ছিল একই পয়েন্ট। তবে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থাকায় বাংলাদেশ ছিল ছয় নম্বরে। মাত্র দিনকয়েক আগে ত্রিদেশীয় সিরিজে নিউজজিল্যান্ডকে হারিয়ে সাত থেকে ছয়-এ উঠেছিল মাশরাফিরা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংলিশদের কাছে হেরে র‌্যাঙ্কিংয়েও এক পয়েন্ট হারিয়েছে টাইগাররা। এর ফলে ফের সাত নম্বরে স্থান নিয়েছে বাংলাদেশ। তবে তবে আজ দক্ষিণ আফ্রিকার কাছে শ্রীলঙ্কা হেরে গেলে আবার ছয়ে উঠে যাবে বাংলাদেশ।  সূত্র: আইসিসি