Alexa আহা! বৃষ্টি তুমিও!

ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ২ ১৪২৬,   ১৭ মুহররম ১৪৪১

Akash

আহা! বৃষ্টি তুমিও!

মন্দিরা ঘোষ ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:০৭ ১৭ আগস্ট ২০১৯  

অলঙ্করণ: আনিস মামুন

অলঙ্করণ: আনিস মামুন

১.
সড়কের ধুলো মাখা দুপারের ধান মাঠ
 আকাশে মেঘলা চাদর
 জলের বিনুনি ঘেরা সবুজের তিথিরং
 মুড়ে আছে জলের আদর

২.

 টুকিটাকি ছবি গান ছুঁয়ে আছে ঘোলাজল 
মাছের উপোষী সাঁতার
শালুকের ঢেউ ভেঙে ডুবে যায় দু'বেলা 
ডুবে যায় পাখির আঁধার

৩.
অতিথির রঙ দিয়ে খেলাঘরে রোদফুল
ঝির ঝির বাতাসের ডাক
পাখিসাজ মেঘরাগ বেলফুলে অভিমান
খুলে দাও বুকের আকাশ

৪.
মেঘ মেঘ  কানাঘুষো শালিখের ঘুম চোখ 
দুধরঙা পালকের সাজ
দুলে ওঠে  নুয়ে যায় হাত মাখি ঠোঁট মাখি
চোখের ভেতর সব দীঘি হয়ে যায়

৫.
ডুবজলে ডানা ভাঙে মাছরাঙা রাজহাঁস 
শালিখের ঠোঁটে ডাকসাজ 
ভেসে ভেসে মেঘ জল বৃষ্টির বুনোদাগে
ডুবে যায় মেঘের কোলাজ

৬.
এত প্রজাপতিফুল এত আলো আলো গান
কেঁপে ওঠে  বুকের আরোপ
ঘাসের স্নেহের গায়ে নরম কুন্ঠা পেতে  
হেঁটে যায় আগত আদর

৭.
হঠাৎ ঠোঁটের  খেয়াল ঠোঁটের ওপরে 
এসে  থামে
আহা বৃষ্টি! তুমিও উদার আঁকো কেমন
 সময়ে অসময়ে

৮.
বৃষ্টির বেড়া আঁকা আগুনের শাড়ি দাও
নেই কোন ছোঁয়াচে আচার
আকাশি শরীর ভরো চাঁদঘরে এঁকে দাও
রিনরিনে জলজ আদর

ডেইলি বাংলাদেশ/আরআর