‘আসুন ঘরে থাকি’
প্রকাশিত: ১৬:৩৫ ২৬ মার্চ ২০২০

ছবি: ডেইলি বাংলাদেশ
মাগুরায় করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে ঘরে থাকার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুর থেকে খাবার ও ওষুধের দোকান ছাড়া প্রায় সব প্রতিষ্ঠানই বন্ধ। এই পরিস্থিতিতে আংশিক লকডাউন বলছে জেলা প্রশাসন। কিন্তু মানুষের প্রয়োজনের কথা বিবেচনা করে হাট ও বাজার গুলো বন্ধ করা হয়নি। ফলে বাজার গুলোতে সকাল থেকে রাত অবদি লোক সমাগম বাড়ছে।
এমন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব রেখে চলার পরামর্শ দিচ্ছে প্রশাসন। এরই অংশ হিসেবে মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার কয়েকটি বাজারে দোকানের সামনে নির্দিষ্ট দূরত্বে গোল চিহ্ন এঁকে দিয়েছে প্রশাসন। সবাইকে দূরত্ব মেনে চলার গুরুত্ব ও উদ্ধুদ্ধ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মাগুরা সদর উপজেলার ইউএনও আবু সুফিয়ান জানান, বিশেষ করে ওষুধের দোকান গুলোর সামনে মানুষ গাদাগাদি করে কেনাকাটা করে। বিক্রেতাদের সর্তক করা হয়েছে তারা এই নির্দেশনা না মানলে দোকান বন্ধ করে দেয়া হবে।
ডেইলি বাংলাদেশ/আরআর