Alexa আসিফের কসম (ভিডিও)

ঢাকা, বুধবার   ২১ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

আসিফের ‘কসম’ (ভিডিও)

 প্রকাশিত: ১০:০৫ ৬ জুন ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

সামনে ঈদকে কেন্দ্র করে মিউজিক ভিডিও নির্মানে ব্যস্ত সময় পার করছেন সঙ্গীতশিল্পী আসিফ। আর তারই ধারাবাহিকতায় এবার ‘কসম’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে।

‘কসম’ নামের এই মিউজিক ভিডিওতে আসিফের বিপরীতে ছিলেন এভ্রিল। ভিডিওতে একজন রকস্টার’র ভূমিকায় দেখা গেছে আসিফকে।

‘কসম’ গানটি লিখেছেন ওমর ফারুক এবং সুর ও সঙ্গীত করেছেন প্লাবন কোরেশী। আর গানটির মিউজিক প্রোযোজক পঙ্কজ। সেভেন টিউনস এন্টারটেইনমেন্ট এর ব্যানারে গানটি প্রকাশিত হয়েছে।

গানটির প্রসঙ্গে আসিফ বলেন, এভ্রিলের কাজের প্রতি ডেডিকেশন রয়েছে। আমার বিশ্বাস সে নিজের কাজ দিয়ে অনেক দূর যাবে। এই গানেটির মাধ্যমে আমরা প্রথমবার একসঙ্গে কাজ করেছি।

‘কসম’ গানের ভিডিও:

ডেইলি বাংলাদেশ/টিএএস

Best Electronics
Best Electronics