Alexa আসন বাড়ছে বেসরকারি মেডিকেল কলেজে

ঢাকা, সোমবার   ২০ জানুয়ারি ২০২০,   মাঘ ৬ ১৪২৬,   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

আসন বাড়ছে বেসরকারি মেডিকেল কলেজে

 প্রকাশিত: ২১:০৯ ২০ ডিসেম্বর ২০১৭  

শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে আসন বাড়ছে বেসরকারি মেডিকেল কলেজগুলোতে। বিষয়টি বিবেচনার জন্য শিগগিরই মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ পরিদর্শন সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। বুধবার সচিবালয়ে এ সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশ দেন।

কলেজ পরিদর্শনের পর বেসরকারি মেডিকেল কলেজে আসন বৃদ্ধির বিষয়টি বিবেচনা করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।

চিকিৎসা শিক্ষার মান বজায় রাখতে সরকার কঠোর অবস্থান অব্যাহত রাখবে জানিয়ে সভায় স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার গত কয়েক বছর যাবত মানহীন মেডিকেল কলেজগুলোর মান উন্নয়নে বিশেষ নজর দিয়েছে। বারবার তাদেরকে কলেজ পরিচালনার নীতিমালা মেনে চলতে সতর্ক করে দিচ্ছে। যারা মানোন্নয়নে ব্যর্থ হচ্ছে তাদের নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধ করাসহ বিভিন্ন ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যদিয়ে সম্পন্ন হচ্ছে যা এ বছরও দেশবাসী দেখেছে।

মোহাম্মদ নাসিম বলেন, মেডিকেল শিক্ষা নিয়ে যারা কাজ করছেন তাদের মনে রাখতে হবে এটা কোনো শিল্প প্রতিষ্ঠান নয়। এটা শিক্ষা কার্যক্রম। মেডিকেল কলেজ থেকে যেন সুচিকিৎসক বের হতে পারে সে লক্ষ্য নিয়ে সবাইকে কাজ করতে হবে। সরকারও এ বিষয়ে সর্বোচ্চ সজাগ রয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ফয়েজ আহম্মেদ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা, বিএমএ মহাসচিব ডা. ইহতেশামুল হক উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/এসআই